লিথুনিয়া কাজের ভিসা
লিথুনিয়া কাজের ভিসা

লিথুনিয়া কাজের ভিসা

লিথুনিয়া কাজের ভিসা

বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকে লিথুনিয়া কাজের ভিসা যাচ্ছেন। শুধুমাত্র লিথুনিয়া নয় বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজ করতে চান। বিদেশে কাজ করতে যাবার এদের মূল উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা এবং সচ্ছলভাবে জীবন পরিচালনা করা। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে যাচ্ছেন। আপনারা যারা লিথুনিয়া যেতে চান বা এই দেশটি সম্পর্কে জানতে চান তাদের জন্যই আজকের এই আর্টিকেল। আপনারা আজকের আর্টিকেল থেকে যে সকল তথ্যগুলো জানতে পারবেন তা হল।

লিথুনিয়া যেতে কত টাকা লাগে। লিথুনিয়া যেতে চাইলে আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনারা কিভাবে লিথুনিয়া যেতে পারবেন? লিথুনিয়া গিয়ে আপনারা কোন কোন কাজ করবেন এবং কেমন বেতন পাবেন। এছাড়া ও আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই সকল বিষয়গুলো জানতে চাইলে পুরো আর্টিকেল চলে আমাদের সঙ্গে থাকুন।

লিথুনিয়া যেতে কত টাকা লাগে

লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হলে আপনার খরচ হবে সাত থেকে আট লক্ষ টাকা। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা কম অথবা বেশি হতে পারে। আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যার মাধ্যমে যাবেন তার সঙ্গে মূলধনের বিষয়টি ভালোভাবে আলোচনা করে নেবেন। আপনি যেহেতু সেখানে অর্থ উপার্জন করার জন্য যাচ্ছেন সুতরাং আপনার খরচের বিষয়টি জানা অত্যন্ত জরুরী। আপনি যত কম খরচে ওই দেশে যেতে পারবেন আপনার তত লাভ। আপনি কম টাকায় গেলে খুব যতই আপনি আপনার আসল টাকা ফেরত পাবেন। আপনি যদি বেশি টাকা দিয়ে যান তাহলে আপনার টাকা উঠাতে বেশ সময় লেগে যাবে। তাই যাবার পূর্বে অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে যাবেন। 

10 Best Caribbean All-Inclusive Resorts for 2015

লিথুনিয়ায় কাজের বেতন কত

লিথুনিয়ায় কাজের বেতন প্রাথমিক অবস্থায় ৫০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। তবে আস্তে আস্তে এই বেতন বৃদ্ধি পাবে আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে। ৫০০ ইউরো সমান বাংলাদেশের টাকায় প্রায় ৬০ হাজার। আর ৬০০ ইউরো সমান বাংলাদেশের মোজাই প্রায় ৭২০০০ এর মত। এখান থেকে আপনার বুঝতে পারছেন যে আপনারা সেখানে কাজ করে কেমন অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন ৭০ থেকে ৮০ হাজার বা তারও বেশি হয়ে থাকবে।

লিথুনিয়া যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়

লিথুনিয়া যেতে চাইলে আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। অনেক সময় ডকুমেন্টসের ভুলের কারণে ভিসা হয় না। যে কারণে ডকুমেন্টস এর দিকে আমাদের সকলের নজর রাখা উচিত। তো চলুন জেনে আসি কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে।

  • প্রথমত আপনার একটি পাসপোর্ট এর প্রয়োজন হবে। পাসপোর্টি অবশ্যই বৈধ হতে হবে।
  • পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস।
  • পাসপোর্টে কমপক্ষে দুইটি পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে।
  • সদ্য তোলা ছবির প্রয়োজন হবে।
  • ছবিতে কোন প্রকার মাক্স অথবা কালো চশমা ব্যবহার করা যাবে না।
  • ভোটার আইডি কার্ড এর প্রয়োজন হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল রিপোর্ট।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • করার টিকা কার্ড।

50 Free Spinów Bez Depozytu T Kasynie Vulkan Vega

মূলত এই সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়। এছাড়াও যদি অন্য কোন ডকুমেন্টস এর প্রয়োজন হয় তবে আপনি যার মাধ্যমে যাবেন তারা আপনাদেরকে জানিয়ে দেবে।

লিথুনিয়ায় কোন কোন কাজের চাহিদা বেশি

লিথুনিয়াই বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তবে সকল কাজের চাহিদা এক রকম না। কোন কাজের চাহিদা বেশি রয়েছে এবং কোন কাজের চাহিদা কম রয়েছে। যে সকল কাজগুলো চাহিদা বেশি তার নিম্নে উল্লেখ করা হলো।

  • কনস্ট্রাকশন
  • ড্রাইভিং
  • cleaner / ক্লিনার
  • সেফ
  • মেকানিক্যাল
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • রেস্টুরেন্ট

লিথুনিয়ায় কত ঘন্টা কাজ করতে হয়

লিথুনিয়াতে আপনাকে সর্বনিম্ন প্রতিদিন আট ঘন্টা থেকে ১০ ঘন্টা কাজ করতে হবে। লিথুনিয়াতে বেসিক কাজ করার সময় আট ঘন্টা। তবে কিছু কিছু কোম্পানির ১০ ঘন্টা ও কাজ করিয়ে থাকে। ১০ ঘণ্টার পরে আপনারা যতক্ষণ কাজ করবেন সেগুলো ওভারটাইম হিসেবে গণ্য হবে। আর এই ওভারটাইমের জন্য অতিরিক্ত বেতন দেওয়া হবে।

Outdoor Adventures Davison Mi: Unleash the Thrill!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here